About

About-আমি নতুন ব্লগ লিখছি সঙ্গীত সম্বন্ধে ,বিশেষতঃ গান নিয়ে।আমরা সাধারণতঃ গানের স্বরলিপি সামনে রেখে গানগুলি আয়ত্ত করি।কিন্তু,ঐ গানে ব্যবহৃত যাবতীয় বিষয় সম্বন্ধে অর্থাৎ গানের স্বরলিপি কিভাবে তৈরি হল,সেখানে ব্যবহৃত বিভিন্ন চিহ্নের কি অর্থ ,উচ্চারণ পদ্ধতি,শ্বাস ধরে রাখা,ছাড়া,তালের সঙ্গে সামঞ্জস্যতা,মাত্রা,বিভাগ ইত্যাদি আরও অনেক কিছু আমরা অনেকটাই অবগত থাকিনা।যে কোনো ভাষার যেমন ব্যাকরণ থাকে,তেমন গানেরও ব্যাকরণ আছে।এবং তা বুঝলে গান গাইতে অনেকই সাহায্য হবে।তাই আমি ব্লগের প্রত্যেক পোস্টের টাইটেল দিয়েছি 'সঙ্গীতশাস্ত্র বা ব্যাকরণ'।যারা নতুন গান শিখছে,তারা কিছুটা উপকৃত হবে বলে আমি আশা রাখি।আমি ছোটো থেকে অনেক বছর ধরে গান শিখছি।সঙ্গীত ব্যাকরণ সম্বন্ধে যে অবগত হওয়া উচিৎ গান শেখার পাশাপাশি,সে সম্বন্ধে আমার বাবা ই উদ্যোগ নেন।এজন্য আমি পরীক্ষাও দিয়েছি একটি বোর্ড থেকে।তার উপকারিতা আমি এখন বুঝতে পারি।আমি জানিনা বাবা না বললে এই জ্ঞাণ আমার হত কি না!যে সাতটি স্বরের উপর সঙ্গীত প্রতিষ্ঠিত,সেই সাতটি স্বর অনায়াসেই বাজিয়েছিলাম,মা'র তত্ত্বাবধানে।মা খুব অল্প সময়ের জন্য হলেও গান শিখেছিলেন।আর বাবারও কিছু বাদ্যযন্ত্র শেখার অল্প অভিজ্ঞতা আছে।তাই,আমি এ বিষয়ে উপকৃত হয়েছি।আশা করছি,আমার লেখাগুলি গানের শিক্ষার্থীদের সহায়ক হবে।পছন্দ হলে জানাবেন!

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran