Sangeet Shastra/Sangeet Byakaran
নবপঞ্চতাল-রবীন্দ্রসৃষ্ট তাল,১৮ মাত্রা। ৫টি বিভাগ, ৫টি তাল।ফাঁক নেই,বিষমপদী তাল। ২|৪|৪|৪|৪ ছন্দ। ১ম,৩য়,৭ম,১১শ ও ১৫শ মাত্রায় তাল।
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০
ধা ধা|ধাগে তেটে দেন তা|তাগে তেটে দেন তা × ২ ৩
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
তেটে কতা গদি ঘেনে|ধাগে তেটে তাগে তেটে
৪ ৫
ঠুংরী তাল-৮ মাত্রা,২টি বিভাগ। ৪|৪ ছন্দ, সমপদী তাল। ১টি তাল,১টি ফাঁক। ১ম মাত্রায় তাল,৫ম মাত্রায় ফাঁক।
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮
ধা ধিন নাগে তেটে|ধা থুন নানা তেটে
× ০
পঞ্চম সওয়ারী তাল-১৫ মাত্রা,৪টি বিভাগ। ৪|৪|৪|৩ ছন্দ, ৪টি তালি।ফাঁক নেই,বিষমপদী তাল। ১ম,৫ম,৯ম ও১৩শ মাত্রায় তাল।
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২
ধা - ধা দিন|তা কৎ ধু ম|কি ট ত ক|
× ২ ৩
১৩ ১৪ ১৫
ধা দিন তাকে
খেমটা তাল-১২ মাত্রা, ৪টি বিভাগ। ৩|৩|৩|৩ ছন্দ, ৩টি তাল ও ১টি ফাঁক। ১ম,৪র্থ ও ১০ম মাত্রায় তাল এবং ৭ম মাত্রায় ফাঁক।
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২
ধা তে টে|না ধি না |তে টে ধি|না ধি না
× ২ ০ ৩
আড়খেমটা তাল-খেমটা তালের মত সব বৈশিষ্ট্য, শুধু আড়লয়ে বাজে বলে এরকম নামকরণ।
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮
ধা তেরেকেটে ধিন|ধা ধা তিন|তা তেরেকেটে
× ২ ০
৯ ১০ ১১ ১২
ধিন|ধা ধা তিন
৩
আড়ঠেকা তাল-হিন্দুস্তান টপ্পা তালের আর একটি নাম।১৬ মাত্রা,৪টি বিভাগ। ৪|৪|৪|৪ ছন্দ, ৩টি তাল ও ১টি ফাঁক। ১ম,৫ম১৩শ মাত্রায় তাল এবং ৯ম মাত্রায় ফাঁক।
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০
ধা -ক্রে ধিন ধা|তেৎ ধা তিন তিন|তা -ক্রে
× ২ ০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
ধিন ধা|তেৎ ধা ধিন ধিন
৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন