পোস্টগুলি

সেপ্টেম্বর ২১, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Sangeet Shastra/Sangeet Byakaran

কম্পন- স্বর বারবার অথবা দুলে দুলে কম্পিত হয়ে উচ্চারিত হলে তাকে কম্পন বলে।যেমন- মা মা মা,পা পা পা। আন্দোলন- দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে যখন আহত বস্তুটি দুলতে থাকে ও যে তরঙ্গের সৃষ্টি হয় তাই আন্দোলন।ধ্বনির সৃষ্টি হয়েছে আন্দোলন থেকে।আন্দোলন চার প্রকার: যে আন্দোলনের গতিবেগ সমান থাকে তা নিয়মিত আন্দোলন। যে আন্দোলনের গতিবেগ সমান থাকেনা তা হল অনিয়মিত আন্দোলন। যে আন্দোলনের স্থায়িত্ব বেশিক্ষণ তা স্থির আন্দোলন। যার স্থায়িত্ব বেশি নয় তা অস্থির আন্দোলন।