দিনেন্দ্রনাথ ঠাকুর :-১২৮৯ বঙ্গাব্দে,১৮৮২ খ্রীষ্টাব্দে ২ পৌষ দিনেন্দ্রনাথ ঠাকুর জন্ম গ্রহণ করেন।পিতা দ্বিপেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সুশীলা দেবী। পিতামহ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের বড় দাদা।স্কুল শিক্ষা শেষে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। তারপর ইংল্যান্ড যান ব্যারিস্টার হওয়ার জন্য।কিন্তু তা না শেষ করে পাশ্চাত্য সঙ্গীতে জ্ঞাণ অর্জন করেন। রাধিকাপ্রসাদ গোস্বামী,দ্বিজেন্দ্রলাল রায় ও শ্যামসুন্দর মিশ্রর কাছে সঙ্গীত শিক্ষা করেন। পরবর্তীতে তিনি কবি,অভিনেতা, গীতিকার,সুরকার,সঙ্গীত শিক্ষক ছিলেন। "বাল্মিকী প্রতিভা ","অচলায়তন ","বিসর্জন ","তপতী"-তে অভিনয় করেছেন। গান লিখেছেন ১৩টি।রবীন্দ্রনাথ তাঁর সম্পর্কে লিখেছেন যে তিনি রবীন্দ্রনাথের সৃষ্ট সুর ভালোভাবে মনে রাখতেন।তাঁর চেষ্টার জন্যই রবীন্দ্রনাথের গান রক্ষা পেয়েছে। ১৩৪২ বঙ্গাব্দে,১৯৩৬ সালে ৫ শ্রাবণ দিনেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়।