Sangeet Shastra/Sangeet Byakaran
রামশঙ্কর ভট্টাচার্য
রামশঙ্করের জন্ম হয় আনুমানিক ১৭৬১ সালে মল্লেশ্বরের কাদাকুলিতে।পিতা গদাধর ভট্টাচার্য ছিলেন বিষ্ণুপুর রাজার সভাপন্ডিত।তাঁরা বৈদিক ব্রাহ্মণ ছিলেন। রামশঙ্কর বাল্যকাল থেকেই বিভিন্ন শাস্ত্রে সুপন্ডিত ছিলেন বলে "বাচস্পতি" উপাধি পান।তিনি পরবর্তীতে বিষ্ণুপুর রাজার সভাগায়ক হন।সঙ্গীত রচনাও করেন।তাঁর জ্যেষ্ঠ পুত্র মাধব ভট্টাচার্য ছিলেন বাংলার প্রথম এসরাজ বাদক।তাঁর শিষ্যগণ হলেন কেশবলাল ভট্টাচার্য, কেশবলাল চক্রবর্তী, যদুভট্ট, ক্ষেত্রমোহন গোস্বামী, অনন্তলাল ব্যানার্জ্জী।রামশঙ্কর ভট্টাচার্য মারা যান স্থানীয় মল্লেশ্বরের মন্দিরে গান গাইতে গাইতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন