Sangeet Shastra/Sangeet Byakaran
অনন্তলাল ব্যানার্জ্জী
১২৩১ সালে বিষ্ণুপুরে অনন্তলাল ব্যানার্জ্জী জন্মগ্রহণ করেন।পিতা পন্ডিত গঙ্গা নারায়ণ ব্যানার্জ্জী।অনন্তলাল সঙ্গীত শিক্ষা করেন রামশঙ্কর ভট্টাচার্যের কাছে। বিষ্ণুপুরের রাজা দ্বিতীয় গোপাল সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ সঙ্গীত শিক্ষায়তন প্রতিষ্ঠা করেন ও সেখানে আচার্য পদে নিয়োগ হন অনন্তলাল।তিনি রাজসভার সভাগায়ক ছিলেন ও রাজা তাঁকে "সঙ্গীত কেশরী" উপাধি দেন। রাজা তাঁর দুই পুত্রের সঙ্গীত শিক্ষক হিসেবে অনন্তলালকে নিয়ো গ করেন।তাঁর পুত্ররা দক্ষ বাদক ও গায়ক ছিলেন। শিষ্যগণের মধ্যে উল্লেখযোগ্য হলেন শৌরীন্দ্রমোহন ঠাকুর ও রাধিকাপ্রসাদ গোস্বামী। অনন্তলাল অনেক গানও রচনা করেছেন। ১৩০৩ সালে তাঁর মৃত্যু হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন