Sangeet Shastra/Sangeet Byakaran
বিদ্যাপতি
গোপেশ্বর ব্যানার্জ্জী
১২৮৬ সালে ২৫ পৌষ বিষ্ণুপুরে গোপেশ্বর ব্যানার্জ্জী জন্মগ্রহণ করেন।পিতা সঙ্গীতজ্ঞ ছিলেন, তাঁর কাছে সঙ্গীত শিক্ষা করেন। গুরুপ্রসাদ মিশ্রের কাছে খেয়াল শেখেন,বড় দাদা রামপ্রসন্ন ব্যানার্জ্জীর কাছে ঠুংরী ও টপ্পা শেখেন। ২৯ বছর বর্ধমানের রাজার সভাগায়ক ছিলেন। সঙ্গীত সমাজ "সঙ্গীত নায়ক",বিশ্বভারতী "দেশিকোত্তম ",রবীন্দ্রনাথ ঠাকুর "স্বর সরস্বতী " উপাধি দেন। দিল্লীর জাতীয় সঙ্গীত অ্যাকাডেমী তাঁকে ফেলো নিয়োগ করেন। তাঁর রচিত গ্রন্থগুলি "সঙ্গীতলহরী গীতিমালা","তানমালা","ভারতীয় সঙ্গীতের ইতিহাস ","গীত প্রবেশিকা ","সঙ্গীত চন্দ্রিকা "।তাঁর একজন পুত্র রমেশচন্দ্র ও একজন শিষ্য সত্যকিঙ্কর ব্যানার্জ্জী বিখ্যাত হয়েছেন। ১৯৬৩ সালে ২৮ জুলাই গোপেশ্বর ব্যানার্জ্জী মারা যান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন