Sangeet Shastra/Sangeet Byakaran

অমিয়া ঠাকুর 

 ১৯০৮ সালে ১২ ফেব্রুয়ারী কলকাতায় অমিয়া রায়ের জন্ম। পিতা সুরেন্দ্রমোহন রায় ব্যারিস্টার ছিলেন।মাতার নাম সুরেনবালা দেবী। অমিয়া বেথুন স্কুলে পড়তেন। পাঠ্যসূচিতে সঙ্গীত একটি বিষয় ছিল। আট বছর বয়স থেকে একজন সারেঙ্গী ওস্তাদের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। ধ্রুপদের তালিম নেন যোগীন্দ্রনাথ ব্যানার্জ্জীর কাছে। তারপর গোপেশ্বর ব্যানার্জ্জীর কাছেও সঙ্গীত শিক্ষা করেন। এ সময় বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করতে থাকেন। রবীন্দ্রনাথের নির্দেশনায় 'মায়ার খেলা' নাটকে অভিনয় করেন। হিতেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হৃদিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর ব্রাহ্ম মতে বিবাহ হয়। 

এরপর তিনি রবীন্দ্রনাথ,দিনেন্দ্রনাথ ও ইন্দিরা দেবীর কাছে সঙ্গীত শিক্ষা করেন। অমিয়া ঠাকুরের কন্ঠে "এ ধ্বনি চরণ পরসত" খেয়াল শুনে রবীন্দ্রনাথ লেখেন "কি ধ্বনি বাজে গহন চেতন মাঝে"।রবীন্দ্রনাথের মৃত্যুর পর হিন্দু মিউজিকাল প্রডাক্টস তাঁর গান রেকর্ড করেন-"সমুখে শান্তি পারাবার" ও "হে নূতন দেখা দিক আরবার"।এছাড়া 'পঞ্চকন্যা' নামে রেকর্ড "তবু মনে রেখো " ও "বড়ো বিস্ময় লাগে " গান প্রকাশিত হয়। আকাশবাণীর অডিশন বোর্ডের সদস্যা ও রেডিও সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক ছিলেন। ১৯৮৬ সালে ১৩ নভেম্বার তাঁর মৃত্যু হয়। 

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran