Sangeet Shastra/Sangeet Byakaran
ইন্দিরাণী দেবী চৌধুরাণী
১৮৭০ সালে ২৯ ডিসেম্বার ইন্দিরাণী দেবী জন্মগ্রহণ করেন।পিতা সত্যেন্দ্রনাথ ঠাকুর ও মাতা জ্ঞানদানন্দিনী দেবী। শৈশবে তিনি পিতা-মাতার সঙ্গে দু বছর ইংল্যান্ডে ছিলেন। ১৮৯২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মহিলা হিসেবে স্নাতকে প্রথম স্থান পান। এজন্য "পদ্মাবতী " স্বর্ণ পদক পান।তাঁর সাহিত্য কর্ম প্রকাশিত হয় "সবুজপত্র" ও"সাধনা " পত্রিকায়। তিনি দেশী-বিদেশী গান;সেতার,বেহালা,পিয়ানোতে পারদর্শী ছিলেন।প্রায় ২০০ রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি তৈরী করেন। রবীন্দ্রনাথের "জাপান যাত্রী" গ্রন্থের ইংরেজী অনুবাদ করেন।স্বামী প্রমথ চৌধুুুরীর সঙ্গে "রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী সঙ্গম","হিন্দুসঙ্গীত","রবীন্দ্রস্মৃতি" গ্রন্থ রচনা করেন। এছাড়া কিছু বই সম্পাদনা করেছেন-"গীতপঞ্চশতী"(৫০০ রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির বই),"পুরাতনী ","বাংলার স্ত্রী আচার"।'ভুবনমোহনী' পদক পান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৪ সালে শ্রেষ্ঠ লেখিকা হিসেবে। ১৯৫৬ সালে বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য নিযুক্ত হন, ১৯৫৭ সালে সেখান থেকে 'দেশিকোত্তম ' উপাধি পান। রবীন্দ্রভারতী সমিতি তাদের প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার প্রথম ইন্দিরাণী দেবীকে প্রদান করেন।১৯৬০ সালে ১২ অগাস্ট শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন