Sangeet Shastra/Sangeet Byakaran

শচীন দেব বর্মণ 

 ১৯০৩ সালে ১অক্টোবার ত্রিপুরার রাজবংশে শচীন দেব বর্মন জন্মগ্রহণ করেন।তাঁর জন্মস্থান কুমিল্লা।পরিবারের অভ্যন্তরীণ কলহের কারণে তাঁর রাজা হওয়া হয়নি।মাতুলালয় মণিপুরের মৈতে সম্প্রদায়ের বৈষ্ণব। পিতার উৎসাহে শচীন দেবের সঙ্গীতে আগ্রহ তৈরী হয়। ত্রিপুরা ও কুমিল্লায় বিভিন্ন স্থান থেকে সব ধরনের সঙ্গীতজ্ঞরা যেতেন।বড় বোন তিলোত্তমা দেবী ও মেজ দাদা কিরণ দেব বর্মণ সঙ্গীতের জগতের মানুষ ছিলেন। কলকাতায় এম.এ. পড়ার সময় ১৯২৫ সালে দৃষ্টিহীন গায়ক কৃষ্ণচন্দ্র দের শিষ্যত্ব গ্রহণ করেন। তবলা বাজাতে জানতেন।ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। ঢাকা থেকে রেডিওতে লোকসঙ্গীত গাইতেন। কাজী নজরুল ইসলাম, সুধীরলাল চক্রবর্তী, সুরেশ চক্রবর্তী, তারাপদ চক্রবর্তীর সান্নিধ্যে আসেন।শচীন দেব শাস্ত্রীয় সংগীতের সঙ্গে লোকসঙ্গীত মিলিয়ে প্রচুর সুরেলা গান তৈরী করেন।১৯৪৪ সালে বম্বের চলচ্চিত্র জগতের সঙ্গীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত হন। তাঁর স্ত্রী মীরা দেব বর্মণের গানের রেকর্ড আছে। ১৯৩৮ সালে উভয়ের বিবাহ হয়। তাঁদের একমাত্র পুত্র রাহুল দেব বর্মণ। ১৯৭৫ সালে ৩১ অক্টোবার শচীন দেব বর্মন ইহলোক ত্যাগ করেন।    

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran