Sangeet Shastra/Sangeet Byakaran

আব্দুল করিম খাঁ 

 আব্দুল করিম খাঁ সাহারানপুর জেলার কিরানায় বাস করতেন।তাঁর পিতা কালে খাঁ ও কাকা আবদুল্লা খাঁর কাছে সঙ্গীত শিক্ষা করেন। ৬ বছর বয়সে তিনি সঙ্গীতানুষ্ঠানে যোগ দেন।১৫ বছর বয়সে তিনি বরোদার রাজার সভাগায়ক নিযুক্ত হন। ৩ বছর সেখানে থাকার পর বোম্বে ও মীরজে যান।১৯১৩ সালে পুনায় আর্য সঙ্গীত বিদ্যালয় স্থাপন করেন। যে সব অনুষ্ঠানে তিনি অংশ নিতেন,সেখান থেকে সংগৃহীত অর্থ দিয়ে এই বিদ্যালয় চলত।গরীব,প্রতিভাবান শিষ্যগণের খরচ তিনিই নির্বাহ করতেন।

১৯১৭ সালে বোম্বেতে আর একটি শাখা স্থাপন করেন। এখানে একটি কুকুর কে গান গাওয়ার মত ডাকতে শেখান এবং সেই কুকুরটি খাঁ সাহেবের বোম্বের আমরৌলীর বাড়ির দ্রষ্টব্য ছিল। 

তিনিই কণ ও মীড় সহযোগে গাওয়ার নিয়ম মহারাষ্ট্রে প্রচলন করেন।তিনি গোবরহারী বাণীর গায়নরীতিতে গাইতেন ।"পিয়া বিন নহী আওত চৈন"-এই ঠুংরি টি বিখ্যাত ছিল ছিল তাঁর কন্ঠে।

তাঁর শিষ্যগণ ছিলেন হীরাবাঈ বরোদকার,বহরেবুয়া,রোশনারা বেগম,সওয়াই গন্ধর্ব প্রমুখ ।১৯৩৭ সালে ২৭ অক্টোবর পন্ডিচেরী যাওয়ার পথে অসুস্থ বোধ করায় সিঙ্গপোয়মকোলম স্টেশনে নামেন ও সেই অবস্থায় নমাজ পাঠ ও দরবারী কানাড়া রাগ গাইতে গাইতে মারা যান।    

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran