Sangeet Shastra/Sangeet Byakaran

রজনীকান্ত সেন 

 ১৮৬৫ সালে ২৬ জুলাই বাংলাদেশের সিরাজগঞ্জের ভাঙাবাড়ী গ্রামে রজনীকান্ত সেন জন্মগ্রহণ করেন। পিতা গুরুপ্রসাদ সেন ছিলেন ঢাকার মুন্সেফ ও মাতা ছিলেন মনমোহিণী দেবী।পিতার কাছে সঙ্গীত শিক্ষা করেন। পরে তাঁর গুরু ছিলেন তারকেশ্বর চক্রবর্তী। তবে প্রথাগত সঙ্গীত শিক্ষা ছিল না। ১৮৮৩ সালে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন।১৮৮৫ সালে এফ.এ. পাশ করেন। কলকাতার সিটি কলেজ থেকে ১৮৮৯ সালে বি.এ. ও ১৮৯১ সালে বি.এল. পাশ করেন। এ সময় ইংরাজী প্রবন্ধ লিখে "প্রমথনাথ বৃত্তি " পান।রাজশাহীতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।ঢাকার মানিকগঞ্জের তারকনাথ সেনের কন্যা হিরণ্ময়ী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়।রজনীকান্ত সেন কাজে বিশেষ মনোযোগ দিতে পারেন নি।বেশি আকৃষ্ট হন সঙ্গীত, ঈশ্বর, সাহিত্য ও কাব্যের প্রতি ।ফলে আর্থিক কষ্ট শুরু হয়। পুত্র কন্যার মৃৃত্যু হয়। 

তাঁর গানগুলি-"তুমি নির্মল কর","মায়ের দেওয়া মোটা কাপড়","নমো নমো নমো জননী বঙ্গভূমি","তোমারি দেওয়া প্রাণে","কবে তৃষিত এ মরু","জয় জয় জন্মভূমি জননী "।তাঁর গানে সব ধরনের গান ও রাগের প্রভাব আছে।১৯১০ সালে ১৩ সেপ্টেম্বার কবি মারা যান। 

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran