Sangeet Shastra/Sangeet Byakaran

ওস্তাদ হাফেজ আলী খাঁ 

 হাফেজ আলী খাঁর পিতামহ গোলাম আলী খাঁ কাবুলের অধিবাসী ছিলেন, পরে ভারতে আসেন। তিনি রবাব বাদক ছিলেন। সভাবাদক নিযুক্ত হন রেওয়ার ও গোয়ালিয়রের রাজসভায়। মৃত্যুর পর পুত্র নান্নে খাঁ  গোয়ালিয়র দরবারে সরোদ বাদক হিসেবে নিযুক্ত হন। এই  নান্নে খাঁর পুত্র হাফেজ আলী খাঁ গোয়ালিয়রে জন্মান ১৮৮৮ সালে।পিতার কাছে তিনি সরোদ শিক্ষা করেন। পরবর্তীতে কাকা মুরাদ আলী খাঁ ও শিল্পী গণেশীপ্রসাদ চতুর্বেদীর কাছে ধ্রুপদ ও ধামারের শিক্ষা পান।

বৈবাহিক সূত্রে রামপুরের নবাব হামিদ আলীর আত্মীয় ও বন্ধু ছিলেন। নবাবের শিক্ষক সঙ্গীতজ্ঞ ওস্তাদ ওয়াজির খাঁর কাছে সুরশৃঙ্গার শিক্ষা করেন। সরোদ বাদক ফিদা হুসেন খাঁর কাছে সরোদ বাদন শেখেন।তিনিও গোয়ালিয়রের রাজদরবারে সভাবাদক নিযুক্ত হন। ১৯২০-২৪ সালে হাফেজ আলী কলকাতা, ঢাকা, গৌরীপুুুর, মুক্তাগাছায় সঙ্গীত সম্মেলনে যোগ দেন। বিশ্বভারতী  থেকে "দেশীকোত্তম" উপাধি, খয়রাগড় বিশ্ববিদ্যালয় থেকে "ডি.লিট." ও পদ্মভূষণ পান। তাঁর পুত্র সরোদ বাদক আমজাদ আলী খাঁ। 

১৯৭২ সালের ২৮ ডিসেম্বার তিনি ইহলোক ত্যাগ করেন।    

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran