Sangeet Shastra/Sangeet Byakaran

ওস্তাদ এনায়েৎ হুসেন খাঁ 

 ১৮৯৪ সালে ১৬ জুন এটোয়ায় ওস্তাদজি জন্মগ্রহণ করেন। পিতামহ দাদ খাঁ ছিলেন ধ্রুপদ, খেয়াল, গজলের বিশেষজ্ঞ এবং জলতরঙ্গ ও সারেঙ্গী বাদক।পিতা ওস্তাদ ইমদাদ খাঁ ছিলেন সুরবাহার ও সেতার বাদক। পিতার কাছে ২০ বছর সঙ্গীত শিক্ষা করেন। তারপর সুরবাহার ও বীণা বাজানো শেখেন।পিতার মৃত্যুর পর ইন্দোরের রাজদরবারে সভাবাদক নিযুক্ত হন। এছাড়া বরোদা,গৌরীপুুুর,ভূূপাল,রামগোপালপুুর,আগরতলার রাজদরবারে সঙ্গীত পরিবেশন করেন। শেষ জীবনে অধুনা বাংলাদেশের ময়মনসিংহের গৌরীপুুুরের জমিদার ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরীর সভাবাদক নিযুুক্ত হন। 

তাঁর দুই পুত্র বিলায়েৎ খাঁ ও ইমরাৎ খাঁ এবং শিষ্যগণ রেণুকা সাহা,জ্যোতিষচন্দ্র চৌধুরী,বিপিনচন্দ্র দাস, জ্ঞানদাকান্ত লাহিড়ী চৌধুুুরী,বিমলাকান্ত রায়চৌধুরী,জিতেন্দ্রমোহন সেনগুপ্ত, অমিয়কান্তি ভট্টাচার্য  প্রমুখ। 

১৯৩৮ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সঙ্গীত সম্মেলনে ওস্তাদজি আমন্ত্রণ পান।তবে অসুস্থ বোধ করায় বালক পুত্র বিলায়েৎ খাঁ অনুষ্ঠান সম্পন্ন করেন। এনায়েৎ খাঁ কলকাতায় আসেন ও কিছুদিন পর মারা যান। 

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran