Sangeet Byakaran
শার্ঙ্গদেব
আচার্য শার্ঙ্গদেবের প্রসিদ্ধ গ্রন্থ "সঙ্গীত রত্নাকর"। তাঁর পিতা শোঢল ছিলেন কাশ্মীর নিবাসী।পরে দাক্ষিণাত্য নিবাসী হন। পিতা ও তিনি উভয় ই দৌলতাবাদের যাদব বংশীয় নৃপতির আশ্রয়ে থাকতেন।শার্ঙ্গদেবের সময় সব রকম সঙ্গীত পদ্ধতি ও গ্রন্থ দুর্বোধ্য হওয়ায় দুর্লভ হয়ে ওঠে। তিনি সেগুলো উদ্ধার করে সুবোধ্য করেন। বিভিন্ন সঙ্গীতজ্ঞের মত গ্রহণ করে সঙ্গীত রত্নাকর রচনা করেন। এই গ্রন্থের টীকা রচনা করেন সংস্কৃত ভাষায় কেশব ভূপাল ও কল্লিনাথ এবং তেলেগু ভাষায় বিঠঠল রচনা করেন। তিনি যে রাগ বর্ণনা করেন তাতে গৌড়,মালব,দ্রাবিড়,কর্ণাট,সৌরাষ্ট্র,বঙ্গাল,দক্ষিণ গুর্জর প্রভৃতি দেশের নামকরণ করা হয়েছে। তাঁর সময় দাক্ষিণাত্য পর্যন্ত সঙ্গীতে মুসলমান প্রভাব ছিল।
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন