Sangeet Shastra/Sangeet Byakaran

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 

 ১৮৪৯ সালে জন্মগ্রহণ করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথ। এন্ট্রান্স পরীক্ষায় পাশ করার পর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সে সময় তিনি সঙ্গীত ও অঙ্কনে মগ্ন হন।প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণু চক্রবর্তী। এরপর শেখেন যদুভট্টের কাছে। একজন মুসলমান শিক্ষকের কাছে সেতার ও বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কাছে পিয়ানো বাজানো শেখেন। বেহালা বাজানোও শেখেন। 

বাংলা সঙ্গীত পত্রিকা "বাণীবাদিণী" প্রবর্তন করেন তিনি প্রথম।অনেক গান লিখেছেন ও সুর করেছেন। গীতিনাট্য লিখেছেন-"ধ্যানভঙ্গ ","বসন্তলীলা","পূর্ণবসন্ত","স্বপ্নময়ী"। ১৮৭৬ সালে "জাতীয় সঙ্গীত " নামে একটি বইয়ের সম্পাদনা করেন। "সঞ্জীবনী সভা","বিদ্বজ্জন সমাগম" নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন।নাটক লিখেছেন-"অশ্রুমতী","সরোজিনী ","অলীকবাবু"।জ্যোতিরিন্দ্রনাথের গৌড়মল্লার রাগে রচিত চৌতালের গান "গাওরে পরব্রহ্মের মহিমা " অনুসারে রবীন্দ্রনাথ লেখেন "ঢাকোরে মুখচন্দ্রমা"।রবীন্দ্রনাথের যাবতীয় সৃষ্টিতে জ্যোতিরিন্দ্রনাথের প্রভাব সুস্পষ্ট। ইউরোপীয় গানের সুরে রবীন্দ্রনাথ যেসব গান সুর করেন,সেক্ষেত্রেও তিনি তাঁর দাদার দ্বারা প্রভাবিত হন। 

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran