Sangeet Shastra/Sangeet Byakaran

অনাদিকুমার দস্তিদার 

 অনাদিকুমার শান্তিনিকেতনে দীনেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের কাছে সঙ্গীত শিক্ষা করেন ১৯২০-২৫ সাল অবধি। এছাড়া শাস্ত্রীয় সঙ্গীত শেখেন ভীমরাও শাস্ত্রী ও নকুলেশ্বর গোস্বামীর কাছে। রাধিকাপ্রসাদ গোস্বামীর কাছেও তালিম নিয়েছেন।১৯২৭ সালে কলকাতার সিটি কলেজ থেকে আই.এস.সি পাশ করেন ও ১৯২৯ সালে বি.এ. পাশ করেন। পিঠাপুরমের রাজদরবারের বাদক পন্ডিত সঙ্গমেশ্বর শাস্ত্রীর কাছে বীণা বাজানো শেখেন। 

অনেক নাটকে অভিনয় করেছেন। কাজী নজরুল ইসলাম তাঁর বন্ধু ও শিষ্য ছিলেন। কলকাতায় "সঙ্গীত সম্মীলনী" প্রতিষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক ছিলেন। সঙ্গীত পরিচালনাও করেছেন "নৌকা ডুবি" ছবিতে।নাটকের সঙ্গীত পরিচালনাও করেছেন।  কুন্দনলাল সায়গল ও কাননবালা তাঁর কাছে সঙ্গীত শিক্ষা করেন। উদয়শঙ্করের অর্কেস্ট্রার দলে বীণা বাদক হিসেবে ছিলেন।১৯৪৮ সালে রবীন্দ্রনাথ ও ইন্দিরা দেবীর সম্মিলিত উদ্যোগে স্বরলিপি সমিতি গঠিত হয়, যার সম্পাদক ছিলেন অনাদিকুমার।   

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran