Sangeet Shastra/Sangeet Byakaran

রামপ্রসাদ সেন 

 আনুমানিক ১৭২০ সালে ২৪ পরগণার হালিশহরের কুমারহট্ট গ্রামে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন।পিতা রামরাম সেন।তাঁর মৃত্যুর পর রামপ্রসাদ সেন কলকাতায় যান কাজের জন্য। উঃ কলকাতার দর্জিপাড়ার এক ব্যক্তির কাছে মুহুরির কাজ করেন। তবে হিসাব লেখার সময় তিনি কালী ঠাকুরের গান লিখতেন ভাবাবস্থায়।তিনি শাক্ত পরিবার থেকে ছিলেন ও কালী ঠাকুরের আরাধনা করতেন।এরকমই একবার হিসাবের খাতায় লিখেছিলেন-আমায় দে মা তবিলদারী,আমি নিমকহারাম নই শঙ্করী।এটি দেখার পর তাঁকে কাজ থেকে নিষ্কৃতি দিয়ে নিয়োগকারী তাঁর মাসিক বৃত্তির ব্যবস্থা করেন। 

তাঁর সম্পর্কে অনেক অলৌকিক গল্প প্রচলিত আছে। একদিন গান গাইতে গাইতে বেড়া বাঁধছিলেন,এ কাজে কন্যা সাহায্য করছিল।মা ডাকলে তাকে চলে যেতে হয়। সে সময় কালী ঠাকুর তাঁর কন্যার রূপে বেড়া বাঁধায় সাহায্য করেন।তখন রামপ্রসাদ তা উপলব্ধি করতে পারেন নি। পরে কন্যা ফিরে এসে দেখেন যে বেড়া বাঁধা সম্পূর্ণ। এ নিয়ে প্রশ্ন করায় রামপ্রসাদ বুঝতে পারেন যে কালী ঠাকুরের লীলা এটি।তিনি অনেক গান রচনা করেছেন। সেই গানগুলির সুর একটি বিশেষ ধরনের, যা শুনলে বোঝা যায় যে রামপ্রসাদের গান।

নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে নিষ্কর মাটি দেন ও "কবিরঞ্জণ" উপাধি দেন। ১৭৮১ সালে তিনি মারা যান।  

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran