Sangeet Shastra/Sangeet Byakaran

অতুলপ্রসাদ সেন 

 ১৮৭১ সালে ২০/২৬ অক্টোবার ঢাকায় অতুলপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন। পিতা বিখ্যাত চিকিৎসক রামপ্রসাদ সেন ও মাতা হেমন্তশশী দেবী।পিতা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রভাবে।১৩ বছর বয়সে পিতার মৃত্যু হওয়ায় মাতামহ কালীনারায়ণ গুপ্তর কাছে মাতুলালয়ে পড়াশোনা করেন। ১৮৮৯ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন ও কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ব্যারিস্টারী পড়ার জন্য ইংল্যান্ড যান।সেখানে থাকাকালীন সেখানকার সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন। ঐ দেশ ও এই দেশের গানের মধ্যে পার্থক্য নিয়ে প্রবন্ধ লেখেন। 

কলকাতা, রংপুর ও লক্ষ্নৌ তে তিনি আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হন।বার অ্যাসোসিয়েশনের সভাপতি হন।লক্ষ্নৌএর একটি রাস্তার নামকরণ করা হয় তাঁর নামে। সাহিত্য প্রীতি তাঁর প্রবল ছিল। কয়েকবার নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ও প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতি নির্বাচিত হন। অতুলপ্রসাদ খেয়াল ও ঠুংরীর প্রভাবে গান রচনা করেন। এছাড়া গজল,টপ্পা, রামপ্রসাদী,ভাটিয়ালী,বাউলের প্রভাবও গানে দেখা যায়।তাঁর গানগুলি-"তবু তোমারে ডাকি বারেবারে "(সিন্ধুকাফী রাগ),"কে আবার বাজায় বাঁশি","ওগো আমার নবীন সাথী","বল বল বল সবে","উঠগো ভারত লক্ষ্মী","হও ধরমেতে ধীর","ভারত ভানু কোথা লুকালে","বধুঁ ধর ধর মালা"(কালিংগড়া),"ডাকে কোয়েলা বারেবারে "(গৌড়মল্লার)।

রবীন্দ্রসঙ্গীত ও অতুলপ্রসাদ সেনের গানে অনেক মিল আছে। ১৯৩৪ সালে ২৬ অগাস্ট তিনি মারা যান।   

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran