Sangeet Shastra/Sangeet Byakaran

ফৈয়াজ খাঁ 

 ফৈয়াজ খাঁর পূর্বপুরুষগণ হিন্দু ছিলেন।তাঁর একজন পূর্বপুরুষ হাজী সুজান সাহেবের বিবাহ হয় তানসেনের কন্যার সঙ্গে। তিনি তাঁর স্বামীকে সঙ্গীত শিক্ষা দেন।সুজান সাহেবের পিতা ছিলেন অলখদাস ও কাকা ছিলেন মলুুক দাস।পরবর্তীতে এঁরা মুসলমান হন।সুজান সাহেব ১২৫ বছর বেঁচে ছিলেন।১৮৮৬ সালে আগ্রার সিকন্দরায় ফৈয়াজ খাঁর জন্ম।জন্মের ৪ মাস আগে পিতা মারা যান। ৫ বছর বয়স থেকে মাতামহর কাছে সঙ্গীত শিক্ষা করেন।নত্থন খাঁ ও তাঁর কাকা ফিদা হুসেন খাঁ কোটাওয়ালার কাছে সঙ্গীত শিক্ষা করেন। তাঁর গায়কী আগ্রা ঘরানা বলে পরিচিত। 
১৯০৬ সালে তিনি মহীশূর রাজদরবার থেকে পদক ও ১৯১১ সালে "আফতাবে মৌসীকী" উপাধি পান।পরবর্তীতে তিনি বরোদার রাজসভার গায়ক নিযুক্ত হন ও"জ্ঞাণরত্ন" উপাধি পান। ওস্তাদ জী কলকাতা,বোম্বে,লাহোর,লক্ষ্নৌ ও দিল্লী রেডিও স্টেশন থেকে সঙ্গীত প্রচার করেন। তিনি ধ্রুপদ, খেয়াল, গজল, ঠুংরীতে পারদর্শী ছিলেন। তাঁর প্রিয় রাগগুলি-টোড়ী, সিন্ধুড়া, ললিত, পুরিয়া,জয়জয়ন্তী, খট,দরবারী, সুঘরাই,পরজ।২০০-২৫০ গান রচনা করেছেন।সুঘরাই রাগে "এ মোরি ছোড়ী" ও জয়জয়ন্তী রাগে "মোরে মন্দির আওলো নহি আয়ে"।হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে তাঁর গান রেকর্ড হয়। তিনি  বলেছেন যে সঙ্গীত মানুষের প্রবৃত্তিকে উর্দ্ধগামী ও সতেজ করে।খাঁটি স্বর উচ্চারণ করলে ঈশ্বর দর্শন হয়। আতর সর্বদা তাঁর সঙ্গে থাকত এবং তা দিয়ে সকলকে আপ্যায়ন করতেন।

তাঁর শিষ্যগণ-দিলীপচন্দ্র বেদী,ওস্তাদ নিসার হুসেন, অজমৎ হুসেন, মেহতাব হুসেন, অতাহু হুসেন, মালিকা জান,রতনঝঙ্কার, বশীর খাঁ। ১৯৫০ সালে ৫ নভেম্বার ওস্তাদ জী পরলোক গমন করেন।  
    

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran