Sangeet shastra/Sangeet Byakaran

জীবনী

পন্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে-এঁর জন্ম বোম্বের বালকেশ্বরে ১৮৬০ সালের ১০ অগাস্ট। তিনি সঙ্গীত শিক্ষার প্রেরণা পান পিতার নিকট।শেঠ বল্লভদাসের কাছে সেতার শিক্ষা করেন।বাঁশি বাদনেও পারদর্শী ছিলেন।গুরুরাবজী বুয়া,জয়পুুুুরের মহম্মদ আলী খাঁ,বেলবাথকর,রামপুরের কল্বে আলী খাঁ,গোয়ালিয়রের পন্ডিত একনাথ প্রমুখের কাছে সঙ্গীত শিক্ষা করেন। তিনি কিছু দিন ওকালতি করেন। যেখানে যে সঙ্গীতজ্ঞ পেতেন,তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন এবং শিখে নিতেন।সেইসব গানের স্বরলিপি বানিয়ে "ক্রমিক পুস্তক মালিকা" নামে ছয়টি পুস্তক রচনা করেন। তাঁর এই স্বরলিপি পদ্ধতি আধুনিককালে মান্য হয়। তিনি সব রাগকে দশটি ঠাট ভাগ করেন।১৯১৬ সালে বরোদার রাজা নরেশের সাহায্যে সঙ্গীত প্রচারের জন্য প্রথম সঙ্গীত সম্মেলন আয়োজন করেন।এখানে শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ক ভাষণ দেন,যা "A Short historical survey of the Music of upper India" নামে প্রকাশিত হয়। এখানে অখিল ভারতীয় সঙ্গীত একাডেমী স্থাপনের প্রস্তাব গৃহীত হয়।১৯২৫ সাল অবধি ৫টি সম্মেলন আয়োজন করেন। শেষ সম্মেলন অনুষ্ঠিত হয় লক্ষ্নৌ তে।এর মাধ্যমে তিনি চেয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীত মহাবিদ্যালয় স্থাপিত হোক।লক্ষ্নৌ মরিস মিউজিক কলেজ বা ভাতখন্ডে সঙ্গীত বিদ্যাপীঠ তার উদাহরণ।গোয়ালিয়রের গান্ধর্ব সঙ্গীত মহাবিদ্যালয় স্থাপন করেন।তিনি দেহত্যাগ করেন ১৯৩৬ সালের ১৯ সেপ্টেম্বর। তাঁর রচিত গ্রন্থগুলি হিন্দুস্তানী সঙ্গীত পদ্ধতি,ভাতখন্ডে সঙ্গীত শাস্ত্র অভিনব রাগমঞ্জরী(৪ খন্ড),স্বরমালিকা,লক্ষ্যসঙ্গীত। তাঁর শিষ্যের মধ্যে উল্লেখযোগ্য হলেন পদ্মশ্রী শ্রী কৃষ্ণনারায়ণ রতনঝঙ্কার। 

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran