Sangeet Shastra/Sangeet Byakaran

পন্ডিত বিষ্ণুদিগম্বর পালুস্কর 

মহারাষ্ট্রের কুরুুন্দবাড়ের নিকট বেলগাঁও এ ১৮৭২ সালের ১৮ অগাস্ট পন্ডিতজির জন্ম।তাঁর পিতা দিগম্বর গোপাল ছিলেন গরীব ব্রাহ্মণ,কীর্তন গাইতেন। মা ছিলেন গঙ্গা দেবী।দীপাবলিতে বাজি পোড়ানোর সময় পন্ডিতজির দৃষ্টিশক্তি হারিয়ে যায়।ফলে পড়াশোনা বন্ধ করতে হয়।মীরজের পন্ডিত বালকৃৃষ্ণ বুুয়ার কাছে ১২ বছর সঙ্গীত শিক্ষা করেন। সঙ্গীতের প্রসারের উদ্দেশ্যে ভ্রমণ করেন,সঙ্গীত পরিবেশন করেন,বই রচনা করেন (সঙ্গীত বালপ্রকাশ,সঙ্গীত বালবোধ)।১৯০১ সালের ৫ মে লাহোরে প্রথম গান্ধর্ব সঙ্গীত বিদ্যালয় স্থাপন করেন। সব অর্জিত অর্থ সেখানে দান করেন।এর শাখা স্থাপন করেন বোম্বেতে ১৯০৮ সালে।কোনো এক বন্ধুর থেকে অর্থ নিয়ে এই বিদ্যালয়ের জন্য একটি বাড়ি তৈরি করেন।সেই অর্থ যথাসময়ে পরিশোধ না করতে পারায় বাড়ি হস্তান্তর হয়। শেষ জীবনে তিনি রামনামে আকৃৃৃষ্ট হন ও গেরুয়া পরিধান করতেন। নাসিকে ১৯২০ সালে রামনাম আশ্রম স্থাপন করেন।শিষ্যগণ তাঁর সঙ্গে থাকতেন। ১৯৩১ সালে ২১ অগাস্ট মীরজে তিনি মারা যান। তাঁর শিষ্যগণ হলেন পন্ডিত ওঙ্কারনাথ ঠাকুর, ঠকারজী,পন্ডিত বিনায়ক রাও পট্টবর্ধন, নারায়ণ রাও ব্যাস ও পুত্র ডি বি পালুস্কর।

মন্তব্য

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran