Sangeet Shastra/Sangeet Byakaran

কাফী-ঠাট কাফী।গ নি কোমল, বাকী স্বর শুদ্ধ। জাতি সম্পূর্ণ-সম্পূর্ণ। বাদী প,সমবাদী সা।গাওয়ার সময় মধ্যরাত।


কেদার-ঠাট কল্যাণ। শুদ্ধ ও তীব্র, উভয় 'ম'-ই ব্যবহার হয়। বাকী স্বর শুদ্ধ। আরোহে রে,গ বর্জিত, অবরোহে গ বক্র,দুর্বল।জাতি ঔড়ব-ষাড়ব। বাদী ম,সমবাদী সা।সময় রাত প্রথম প্রহর। শান্ত প্রকৃতির। 


আশাবরী-ঠাট আশাবরী। গ,ধ,নি কোমল। বাকী স্বর শুদ্ধ। আরোহে গ নি বর্জিত। জাতি ঔড়ব-সম্পূর্ণ। বাদী ধ,সমবাদী গ।সময় দিবা দ্বিতীয় প্রহর। শান্ত প্রকৃতির। 


পূর্বী-ঠাট পূর্বী।রে,ধ কোমল;ম তীব্র। বাকী স্বর শুদ্ধ। জাতি সম্পূর্ণ-সম্পূর্ণ। বাদী গ,সমবাদী নি।সময় দিবা শেষ প্রহর। গম্ভীর প্রকৃতির। 


মারবা-ঠাট মারবা।রে কোমল,ম তীব্র, বাকী স্বর শুদ্ধ। প বর্জিত। জাতি ষাড়ব-ষাড়ব। বাদী রে,সমবাদী ধ।সময় দিবা শেষ প্রহর। চঞ্চল প্রকৃতির। 


বাগেশ্রী-ঠাট কাফী। গ,নি কোমল;বাকী স্বর শুদ্ধ। আরোহে রে,প বর্জিত। জাতি ঔড়ব-সম্পূর্ণ। বাদী ম,সমবাদী সা।সময় রাত দ্বিতীয় প্রহর। গম্ভীর প্রকৃতির। 


বেহাগ- ঠাট বিলাবল।সব স্বর শুদ্ধ। আরোহে রে,ধ বর্জিত। জাতি ঔড়ব-সম্পূর্ণ। বাদী গ,সমবাদী নি।সময় রাত দ্বিতীয় প্রহর। গম্ভীর প্রকৃতির। অবরোহে অনেক সময় প-র সঙ্গে তীব্র ম লাগিয়ে,(বিবাদী স্বর) গাওয়া হয় শ্র্রুতিমধুুুর করে।


মালকোষ-ঠাট ভৈরবী।গ,ধ,নি কোমল;বাকী স্বর শুদ্ধ। রে,প বর্জিত। জাতি ঔড়ব-ঔড়ব। বাদী ম,সমবাদী সা।সময় রাত তৃতীয় প্রহর। গম্ভীর প্রকৃতির। 


বাহার-ঠাট কাফী। গ,নি কোমল;বাকী স্বর শুদ্ধ। আরোহে রে,অবরোহে ধ বর্জিত। জাতি ষাড়ব-ষাড়ব। বাদী ম,সমবাদী সা।সময় মধ্যরাত। চঞ্চল প্রকৃতির। বসন্ত ঋতুতে গাওয়া হয়। 


ভীমপলশ্রী-ঠাট কাফী।গ,নি কোমল, বাকী স্বর শুদ্ধ। আরোহে রে,ধ বর্জিত। জাতি ঔড়ব-সম্পূর্ণ। বাদী ম,সমবাদী সা।সময় দিবা তৃতীয় প্রহর। শান্ত প্রকৃতির। 


জৌনপুরী-ঠাট আশাবরী। গ,ধ,নি কোমল, বাকী স্বর শুদ্ধ। আরোহে গ  বর্জিত। জাতি খাড়ব-সম্পূর্ণ। বাদী ধ,সমবাদী গ। সময় দিবা দ্বিতীয় প্রহর। গম্ভীর প্রকৃতির। 


কালিংগড়া-ঠাট ভৈরব। রে,ধ কোমল, বাকী স্বর শুদ্ধ। জাতি সম্পূর্ণ-সম্পূর্ণ। বাদী ধ,সমবাদী গ। সময় রাত শেষ প্রহর। 


কামোদ-ঠাট কল্যাণ। শুদ্ধ, তীব্র উভয় ম ব্যবহার হয়। বাকী স্বর শুদ্ধ। জাতি সম্পূর্ণ-সম্পূর্ণ। গ,নি বক্র ও দুর্বল। বাদী প,সমবাদী রে।সময় রাত প্রথম প্রহর। চঞ্চল প্রকৃতির। 


ছায়ানট-ঠাট কল্যাণ। উভয় ম ব্যবহার হয়। বাকী স্বর শুদ্ধ। জাতি সম্পূর্ণ-সম্পূর্ণ। আরোহে নি,অবরোহে গ বক্রভাবে ব্যবহার হয়। বাদী প,সমবাদী রে। সময় রাত প্রথম প্রহর। শান্ত প্রকৃতির।মতান্তরে বাদী রে,সমবাদী প।অনেকের মতে ছায়া ও নট রাগের সংমিশ্রণ এই রাগের উৎপত্তি।   


মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran