Sangeet Shastra/Sangeet Byakaran

ভাতখন্ডে স্বরলিপি পদ্ধতি :

শুদ্ধ স্বর- সা রে গ ম প ধ নি

কোমল স্বর- রে গ ধ নি(প্রতি স্বরের তলায় ড্যাশ চিহ্ন হবে)

 কড়ি বা তীব্র স্বর-ম(মাথায় দাঁড়ি চিহ্ন হবে)।

মন্দ্র সপ্তকের স্বরের নীচে বিন্দু হবে।
মধ্য সপ্তকের স্বরের চিহ্ন নেই।
তার সপ্তকের স্বরের মাথায় বিন্দু হবে।

প্রতি স্বর একমাত্রা হলে হবে প ধ নি সা।
দুমাত্রা হলে হবে প - ধ -
চারমাত্রা হলে হবে প - - -
অর্ধমাত্রা হলে হবে  মধ  গরে (স্বরের নীচে তৃতীয় বন্ধনী হবে)
সিকিমাত্রা
 হলে হবে  গমনিধ (স্বরের নীচে তৃৃতীয় বন্ধনী হবে নৌকার মত)
১/৮ মাত্রা হলে হবে  গমপমধনিধপ (তৃতীয় বন্ধনী হবে স্বরের নীচে)

তালবিভাগ চিহ্ন "|"
সম চিহ্ন "×"
ফাঁক চিহ্ন "০"
তালি চিহ্ন ২ ৩ ৪
মীড় বসে স্বরের উপর ওল্টানো নৌকার মত।
স্পর্শ স্বর স্বরের মাথায় বসে।
খটকা - (প)=ধপমপ।
স্বরলিপি-গ  -  - -
              গৈ s s s
              


মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran