Sangeet shastra/Byakaran
আকারমাত্রিক স্বরলিপি বৈশিষ্ট্য :
সাতটি শুদ্ধ স্বর-স র গ ম প ধ ন
চারটি কোমল স্বর-ঋ জ্ঞ দ ণ।
একটি তীব্র বা কড়ি স্বর-ক্ষ।
মন্দ্র সপ্তকের নীচে হসন্ত-ন্ ধ্ প্।
মধ্য সপ্তকের চিহ্ন নেই।
তার সপ্তকের মাথায় রেফ-র্র র্গ র্ম।
প্রতি স্বর একমাত্রা বলে হবে সা রা গা মা।
দুটি স্বর নিয়ে একমাত্রা হলে হবে গমা।
চারটি স্বর নিয়ে একমাত্রা হলে হবে পধনর্সা।
একটি স্বর দুমাত্রা হলে হবে মা -আকার চিহ্ন।
একটি স্বর চারমাত্রা-ধা,তিনটি ড্যাশ(-)ও তিনটি আকার চিহ্ন পরপর।
তালবিভাগ বোঝাতে '|',তালের সম্ চিহ্ন বোঝাতে সংখ্যার(১,২) মাথায় রেফ,ফাঁক বোঝাতে '০',তাল বোঝাতে ৩ ৪ ৫ ইত্যাদি বসানো হয়।
মীড় বোঝাতে নৌকার মত চিহ্ন স্বরের নীচে বসে।
স্পর্শ স্বর মূল স্বরের মাথায় কোণে ছোট করে বসে।
স্বরের নীচে গানের কথা না থাকলে লেখা হয়-মা -না -ধা।
আ ০ ০
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন