Sangeet Shastra/Sangeet Byakaran

খান্ডারবাণী-কথিত আছে মুঘল সম্রাট আকবরের দরবারে বীণকার নওবদ খাঁ এই বাণীর প্রচলন করেন।প্রধানতঃ বীণকার ও ধ্রুপদীয়াগণ এর পরিবেশন করতেন।নওবদ খাঁ ছিলেন তানসেনের জামাতা।তাঁর আগে নাম ছিল সমোখন সিংহ।তাঁর গ্রামের নাম ছিল খাণ্ডার।তাই তাঁর গায়নরীতির নাম হয় খান্ডারবাণী।আল্লাদিয়া খাঁ,সদারঙ্গ,ছোট রামদাস ছিলেন এই রীতির গায়ক।

ডাগুরবাণী-কথিত আছে দিল্লির কাছের ডাগুর গ্রামের অধিবাসী হরিদাস এর প্রবর্তক।তিনি তানসেনের সমসাময়িক ছিলেন।এই বাণীর বৈশিষ্ট্য হল সরলতা।এর গায়করা হলেন জালালুদ্দিন খাঁ,আলাবন্দে খাঁ।

নওহরবাণী-সুজন দাস বা সুজান খাঁ(পরবর্তীতে) এর প্রবর্তক।মতান্তরে নওহর গ্রামের গুণী শ্রীচন্দ এর প্রবর্তক।দ্রুত লয়ের এই গায়নরীতিতে নাহার অর্থাৎ সিংহের গতি অনুসৃত হয় বলে এমন নামকরণ।মতান্তরে নবরসের সংমিশ্রণ ঘটে বলে এমন নাম।এর গায়করা হলেন কেরামত আলী খাঁ,কল্লন খাঁ,ওস্তাদ বিলায়েৎ হুসেন খাঁ। 

গওহরবাণী-তানসেন এর প্রবর্তক।কারো মতে নায়ক কুম্ভন দাসের বংশধর এর প্রবর্তক।উর্দূ ভাষায় রচিত "মাদনূল মওসিকি" গ্রন্থের লেখক হাকিম মোহাম্মদ-এর মতে তানসেন প্রথম জীবনে গৌড়ীয় ব্রাহ্মণ হওয়ার জন্য "গৌড়ী" শব্দ থেকে গওহর শব্দটি ব্যবহৃত হয়েছে।এও মনে করা হয় যে গোয়ালিয়র যেহেতু তানসেনের নিবাস ছিল,তাই এ থেকেও গওহর শব্দটি ব্যবহার করা হয়েছে।

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran