Sangeet Shastra/Sangeet Byakaran

ভারতীয় সঙ্গীতের ইতিহাস

প্রাচীনকাল-কবে ও কে সঙ্গীত তৈরে করেছেন তা নিয়ে স্পষ্ট কিছু বলা সম্ভব নয়।প্রচলিত যে দেবতারা এর স্রষ্টা।সঙ্গীতের ইতিহাসকে প্রাচীন,মধ্য ও আধুনিক এই তিনটি কালে ভাগ করা হয়েছে।

প্রাচীনকাল-সময় আদিকাল থেকে অষ্টম শতাব্দীর শুরু অবধি।এই কাল তিন ভাগে বিভক্ত বৈদিক,সন্দিগ্ধ ও ভরত কাল।

বৈদিককাল :আদিকাল থেকে খ্রীষ্টপূর্ব দু হাজার বছর অবধি এর সময়।এই সময় বেদ রচিত হয় বলে এই সময় কে বৈদিককাল নাম দেওয়া হয়েছে।বৈদিক সাহিত্য থেকে জানা যায় যে ঋষিপত্নীরা গোধা ও কান্ডবীণা বাজিয়ে নাচতেন এবং ঋষিরা গান গাইতেন।চারটি বেদের মধ্যে সামবেদের মন্ত্রসমূহ গাওয়া হত,তাই তাকে সামগান বলা হত।গ্রামগেয়,অরণ্যগেয়,উহ্য ও উহ এই চারটি প্রকার নিয়ে সামগান।গ্রামবাসী বা সাধারণ লোকদের জন্য গ্রামগেয়।এর থেকে গান্ধর্ব বা মার্গ সঙ্গীতের উদ্ভব।

সামগানে তিন রকম স্বর প্রয়োগ হত-স্বরিত,উদাত্ত অনুদাত্ত।প্রথম স্বর নিয়ে মতানৈক্য আছে।কখনও এটা মনে করা হয় স্বরিত উদাত্ত ও অনুদাত্তের মধ্যবর্তী;অন্য মতে উদাত্ত অপেক্ষা উঁচু,অনুদাত্ত অপেক্ষা নীচু।
উদাত্ত বলতে উঁচু,অনুদাত্ত বলতে নীচু স্বর বোঝায়।
কিছুজনের মতে এই তিনটি স্বর হল ম প সা।"নারদীয় শিক্ষা"  "বৃহদ্দেশী" এই দুই সঙ্গীত বিষয়ক গ্রন্থে তিন রকম স্বরেরই উল্লেখ আছে।বৈদিককালের মধ্যে সাতটি স্বরের বিকাশ ঘটে।তখন তাদের নাম ছিল-ক্রূষ্ট,প্রথম,দ্বিতীয়,তৃতীয় চতুর্থ,মন্দ্র,অতিস্বার্য।

মন্তব্যসমূহ

Sangeet shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran

Sangeet Shastra/Sangeet Byakaran