পোস্টগুলি

Sangeet Shastra/Sangeet Byakaran

দ্বিজেন্দ্রলাল রায় :- ১৮৬৩ সালে ১৯ জুলাই নদীয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন দ্বিজেন্দ্রলাল রায়। পিতা কার্তিকেয়চন্দ্র রায় ছিলেন কৃষ্ণনগর রাজার দেওয়ান ও মাতা প্রসন্ন ময়ী দেবী ছিলেন শান্তিপুুুুরের শ্রমদ্বৈতাচার্যের বংশধর।বাল্যকালে দ্বিজেন্দ্রলাল বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,দীনবন্ধু মিত্র, অক্ষয়কুমার দত্ত, নবীনচন্দ্রের সান্নিধ্যে আসেন।  ১৮৭৮ সালে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে বৃত্তিসহ প্রবেশিকা উত্তীর্ণ হন।১৮৮৩ সালে হুগলী কলেজ থেকে বি.এ. প্রথম বিভাগে ও ১৮৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে Honour-এর সম্মান নিয়ে দ্বিতীয় স্থানে এম.এ পাশ করেন। কৃষিবিদ্যা শিক্ষার জন্য ইংল্যান্ড যান।পরবর্তীতে তিনি ডেপুটি ম্যাজিসেট্রট হন। তাঁর পিতা গায়ক ছিলেন বলে,পিতার কাছে সঙ্গীত শিক্ষা শুরু হয়। তারপর শশীভূষণ কর্মকারের কাছে সঙ্গীত শিক্ষা করেন। মুঙ্গেরে থাকাকালীন একজন ওস্তাদের কাছে সঙ্গীত শিক্ষা করেন। ইংল্যান্ডে থাকাকালীন মিসেস কুইনের কাছে পাশ্চাত্ত্য সঙ্গীত শিক্ষা করেন। ১৮৮৭ সালে হোমিওপ্যাথি ডক্টর প্রতাপচন্দ্র মজুমদারের জ্যেষ্ঠা কন্যা সুরবালা দেবীর সঙ্গে বিবাহ করেন ।১৯০৩ সালে স্ত্রী মারা যান। চাকরি জীবন সুখ

Sangeet Shastra/Sangeet Byakaran

রজনীকান্ত সেন 

Sangeet Shastra/Sangeet Byakaran

অতুলপ্রসাদ সেন 

Sangeet Shastra/Sangeet Byakaran

কাজী নজরুল ইসলাম 

Sangeet Shastra/Sangeet Byakaran

ওস্তাদ আলাউদ্দিন খাঁ 

Sangeet Shastra/Sangeet Byakaran

ওস্তাদ হাফেজ আলী খাঁ 

Sangeet Shastra/Sangeet Byakaran

ওস্তাদ এনায়েৎ হুসেন খাঁ